Gender লিঙ্গ

What's Gender ?

Noun ও  pronoun শব্দ পুরুষ স্ত্রী, জড় ও স্ত্রী, পুরুষ উভয় এই চার শ্রেণী হতে পারে। পুরুষ শ্রেণী কে বলে পুংলিঙ্গ বা Masculine Gender, স্ত্রী শ্রেণীকে বলে স্ত্রীলিঙ্গ  বা  Feninine gender,জ্বর পদার্থ কে বলে ক্লীবলিঙ্গ বা Neuter Gender এবং পুরুষ ও স্ত্রী জাতীয় কে বলে উভয় লিঙ্গ বা Common gender.


 এখানে প্রত্যেক শ্রেণীর জেন্ডার সম্পর্কে আলোচনা করা হলো হচ্ছে

1 Masculine Gender (পুংলিঙ্গ )

পুরুষ বোধক Noun ও pronoun কে বলে Masculine gender. যেমন:-

Sir ..  .. মহাশয়
Headmaster........ প্রধান শিক্ষক
Father..... বাবা
Brother. ..... ভাই
Son...... পুত্র
Tiger...... বাঘ
Step-son .... শতপুত্র
ইত্যাদি আরো অনেক আছে।

Feminine Gender ( স্ত্রীলিঙ্গ )

স্ত্রী বোধক Noun ও pronoun কে বলে Feminine gender যেমন:-

Girl... বালিকা
Sister... বোন
Mother... মা
Madam.... মহাশা
Woman.  .. স্ত্রীলোক
Female.... স্ত্রী
Cow.... গাভী
Aunt... কাকিমা, জেঠিমা
ইত্যাদি আরো অনেক আছে।

Neuter Gender ( ক্লীবলিঙ্গ )


যেসব ওয়ার্ড দ্বারা জড় পদার্থকে বোজায় সেগুলিকে বলে ক্লীবলিঙ্গ বা ন্যাচারাল জেন্ডার ।যেমন:- 
Book ...বল
Table ....টেবিল
Pen..... কলম
House ...বাড়ি
Room...ঘর
Brick...ইট
Umbrella...ছাতা
ইত্যাদি আরো অনেক।

Common Gender ( উভয় লিঙ্গ )

যেসব ওয়ার্ড দাঁড়া জড়ো পদার্থ কে বুঝায় সেগুলিকে বলে উভয় লিঙ্গ বা কমন জেন্ডার । যেমন
Teacher..... শিক্ষক
স্ত্রী ও পুরুষ উভয় লিঙ্গ হতে পারে।
Writer ...লেখক । স্ত্রী ও পুরুষ উভয় লিঙ্গের হতে পার
Poet....কবি। স্ত্রী ও পুরুষ উভয় লিঙ্গের হতে


ইত্যাদি এরকম আরো অনেক রয়েছে বিস্তারিত জানার জন্য পরবর্তী পৃষ্ঠা দেখার জন্য অনুরোধ রইল।

Comments

Post a Comment

জয়লুল

NOUN IN APPOSITION পরিচয় প্রকাশক বিশেষ্য পদ

GERUND AND VERBAL NOUN জিলান্ড অফ ভার্বাল নাউন

PART OF SPEECH (বাক্যাংশের অংশ)

More About Part of Speech বাক্যের অংশ বা পদ বিষয়ে আরো কথা

PERSON পুরুষ