PERSON পুরুষ

What is the preson !

বাংলা ব্যাকরণে যেসব পুরুষ মধ্যম পুরুষ ও প্রথম পুরুষ আছে ইংরেজিতে তেমনি frist person ,sceond person,third person 
আছে ।

  1.   First person আমি ও আমার বাচক word কে Firt person  কাকে বলে  
  2. I shall do the work আমিিি কাজটি করব
  3. We shall not go there - আমরা সেখানে যাব না। 
  4. Giv me a pen - আমাকে একটা কলম দাও  
উপরের সেন্টেন্স গুলিতে আমি ও আমরা বাচক যেসব ওয়ার্ড দেওয়া হয়েছে সেগুলি হল First person ।


Second person 

তুমি বা তোমরা বাচক যাবতীয় ওয়ার্ড কে ceond person বলে বা মধ্যম পুরুষ  ।যেমন 
You are a boy - তুমি একজন বালক ।
You are boys _ তোমারা ভালক ।
উপরের সেন্টেন্স গুলিতে তুমি ও তোমরা বাচক  যেসব ওয়ার্ড দেওয়া হয়েছে সেগুলি second person বা মধ্যম পুরুষের । youself,yourselves প্রভৃতি word ও second person এর  । 
মনে রাখতে হবে :
You অর্থ তুমি ও তোমরা উপায় হয়। 

Third person:-
যেসব ওয়ার্ড দ্বারা সে, তারা ,ইহা ,ইহার, উহা উহার প্রভৃতি অর্থ প্রকাশ পায়( অর্থাৎ  first person ও secind person  ভিন্ন ওই প্রকারের অন্য সমস্ত wird-ই )সেগুলিকে third person বা প্রথম পুরুষ বলে।
 যেমন -
He is a good boy . সে একজন ভালো ছেলে। 
They are good players তারা ভালো খেলোয়ার ।

উপরের সেন্টেন্স গুলিতে মোটা হরফে লেখা ওয়ার্ড গুলি থার্ড পারসন বা প্রথম পুরুষ  ।

Comments

Post a Comment

জয়লুল

NOUN IN APPOSITION পরিচয় প্রকাশক বিশেষ্য পদ

GERUND AND VERBAL NOUN জিলান্ড অফ ভার্বাল নাউন

PART OF SPEECH (বাক্যাংশের অংশ)

Gender লিঙ্গ

More About Part of Speech বাক্যের অংশ বা পদ বিষয়ে আরো কথা