PERSON পুরুষ
What is the preson !
বাংলা ব্যাকরণে যেসব পুরুষ মধ্যম পুরুষ ও প্রথম পুরুষ আছে ইংরেজিতে তেমনি frist person ,sceond person,third person
আছে ।
- First person আমি ও আমার বাচক word কে Firt person কাকে বলে
- I shall do the work আমিিি কাজটি করব
- We shall not go there - আমরা সেখানে যাব না।
- Giv me a pen - আমাকে একটা কলম দাও
উপরের সেন্টেন্স গুলিতে আমি ও আমরা বাচক যেসব ওয়ার্ড দেওয়া হয়েছে সেগুলি হল First person ।
Second person
তুমি বা তোমরা বাচক যাবতীয় ওয়ার্ড কে ceond person বলে বা মধ্যম পুরুষ ।যেমন
You are a boy - তুমি একজন বালক ।
You are boys _ তোমারা ভালক ।
উপরের সেন্টেন্স গুলিতে তুমি ও তোমরা বাচক যেসব ওয়ার্ড দেওয়া হয়েছে সেগুলি second person বা মধ্যম পুরুষের । youself,yourselves প্রভৃতি word ও second person এর ।
মনে রাখতে হবে :
You অর্থ তুমি ও তোমরা উপায় হয়।
Third person:-
যেসব ওয়ার্ড দ্বারা সে, তারা ,ইহা ,ইহার, উহা উহার প্রভৃতি অর্থ প্রকাশ পায়( অর্থাৎ first person ও secind person ভিন্ন ওই প্রকারের অন্য সমস্ত wird-ই )সেগুলিকে third person বা প্রথম পুরুষ বলে।
যেমন -
He is a good boy . সে একজন ভালো ছেলে।
They are good players তারা ভালো খেলোয়ার ।
উপরের সেন্টেন্স গুলিতে মোটা হরফে লেখা ওয়ার্ড গুলি থার্ড পারসন বা প্রথম পুরুষ ।
Nice
ReplyDeleteHi
ReplyDelete