PART OF SPEECH (বাক্যাংশের অংশ)
What's the part of speech ?
And:-part অর্থ 'অংশ 'এবং speech অর্থ 'কথা' বা 'বাক্য' । তাহলে part of speech হল 'বাক্যাংশের অংশ '। Sentence - এর অন্তর্গত word - গুলি হল এক একটি অংশ । এইসব ওয়ার্ড হল এক একটি ' পদ ' ।
মনে রাখা দরকার, word - এর অর্থ হল শব্দ বা পদ । যখন ওয়ার্ড গুলি সেন্টেন্স এর অন্তর্ভুক্ত হয়ে থাকে তখন এগুলিকে বলে পদ কিন্তু সেন্টেন্স এর অন্তর্ভুক্ত না হয় আলাদা আলাদা বাবে থাকলে তখন এগুলিকে বলে শব্দ।
Part of speech 8 প্রকার অর্থাৎ সেন্টেন্স এ আট রকমের পদ ব্যবহৃত হয় । যেমন Noun ( বিশেষ্য পদ ), Pronoun ( সর্বনাম পদ ), Adjective ( বিশেষণ পদ ), Verb ( ক্রিয়া ), Adverb ( ক্রিয়া বিশেষণ পদ ), Preposition ( সম্বোধনসূচক পদ ), Interjection ( আবেগ সূচক অব্যয় পদ ), Conjunction ( সংযোজক অব্যয় পদ ) ।
মনে রাখতে হবে;
,Preposition, conjunction ও Interjection হল বিভিন্ন ধরনের অব্যয় পদ ।
এবার প্রত্যেক Part of Speech সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হচ্ছে ।
Noun ( বিশেষ্য পদ )
যেসব word-এর দ্বারা ব্যক্তি, বস্তু, পদার্থ ,স্থান ,কাল, গুন ,দোষ প্রবৃত্তি বুঝায় সেসব word- কে বলে Noun বা বিশেষ্য পদ ।
যেমন-
1 sudip,Rita,Ram,Sam,piu প্রবৃত্তি ব্যক্তির নাম।
2 Book,pen,char,Bench প্রবৃত্তি বস্তুর নাম ।
3 Water, milk, tea,curd প্রবৃত্তি পদার্থের নাম।
4 India,West Bengal, Calcutta প্রবৃত্তি স্থানের নাম ।
5 Summer,Winter,Day, Night প্রবৃত্তি কালের নাম ।
6 Honesty, beauty, প্রভৃতি গুণের নাম
7 Cruelty,madness, প্রভৃতি দোষের নাম ।
উপরোক্ত উদাহরণ গুলি থেকে বোঝা যাচ্ছে যে কোন কিছুর নাম বুঝাইলে সেই ওয়ার্ড টি হবে নাউন বা বিশেষ্য পদ ।
কোন word টি noun তা চেনার সহজ উপায়:-
1 যা চোখে দেখা যায় তা noun । যেমন -মানুষ, পাখি, পশু ,কলম,বই, চেয়ার ব্রাঞ্চ, আলমারি, ঘর ,বাড়ি,মন্দির, মসজিদ প্রবৃত্তি
2 যা কানে শোনা যায় তা:noun ।যেমন, শব্দ গান বাজনা প্রবৃত্তি
3 যা অনুভব করা যায় তা Noun । যেমন বাতাস গরম ঠান্ডা প্রভৃতি
আরো দারুন লক্ষ্য করো:
1 A man is coming - একজন মানুষ আসছে ।
(একানে man শব্দটি নাউন )
2 The girl sings a song - বালিকাটি একখানা গান গায় ।
(একানে girl ও song শব্দ দুটি Noun )
3 The wind blows - বাতাস বইছে। ( একানে wind শব্দটির নাউন )
pronoun ( সর্বনাম পদ)
NOUN এর বদলে যেসব Word ব্যবহৃত হয় সেগুলিকে pronoun বা সর্বনাম পথ বলে ।যেমন -
I ,we,you,she us ।I we you she it they প্রবৃত্তি প্রবৃত্তি
নিচের উদাহরণ গুলি গুলি লক্ষ্য করুন লক্ষ্য করে য।
Noun( বিশেষ্য).
Robin is a student রবিন একজন ছাত্র
It has a long tail এর একটি লম্বা লেজ আছে
It has two horns এর দুটি শিং আছে ।
It,he,she হল pronoun word
Robin is a student রবিন একজন ছাত্র
- Malina is a good girl মলিনা ভালো মেয়ে
Robin ,Malina,Ram ইত্যাদি হলো Noun word
- Mantu has a cow মন্টুর একটি গরু আছে
It has four legs এর 4 টি পা আছে
- Pronoun
It has a long tail এর একটি লম্বা লেজ আছে
It has two horns এর দুটি শিং আছে ।
It,he,she হল pronoun word
Adjective বিশেষ্য পদ
যেসব ওয়ার্ড দ্বারা noun বা pronoun এর দোষ গুণ , অবস্থা পরিমাণ প্রবৃত্তি প্রকাশ পায় তাকে প্রোনাউন বা বিশেষ্য পদ বলেে ।
যেমন-
Good, bad,red,black, big,Small, tall,short, some,much,one,tow, প্রবৃত্তি
নিচের উদাহরণ গুলি লক্ষ্য করুন:-
- He is a good boy সে ভালো ছেলে।(boy এর গুন প্রকাশ করছে good; অতএব good হল Adjective )
- The dog is black কুকুরটি কাল (Dog এর রং প্রকাশ করছে black; অতএব black হল Adjective।
- লক্ষ্য করুন একটি উদাহরণ
- A blind man is coming - একজন অন্ধ ব্যক্তি আসছে Blind দিয়ে মানুষটি কেমন তার পরিচয় দিচ্ছে blind শব্দ টি হলো Adjective।
- The cow is red - গরুটি লাল (red বিয়ে গরুটির রং প্রকাশ করছে
- মনে রাখতে হবে
উপরের সেন্টেন্স গুলিতে যেসব এডজেকটিভ ব্যবহার করা হয়েছে সেগুলি কখনো নাউন বা প্রনাউন আগে বাপরে বসতে পারে
Noun বা pronoun কে কেমন কতটা প্রশ্ন করলে Adjective পাওয়া যায় ।
Verb
- যেসব ওয়ার্ড দ্বারা খাওয়া বসা আশা যাওয়া অথবা যেসব word দ্বারা কাজ করা বুঝায় তাকে verb বা ক্রিয়াপদ বলে ।
- যেমন-I do - আমি করি, you do - তুমি করো । He does - সে করে। she does - সে( স্ত্রী) করে । They do - তারা করে। do,see,go,come,tell, ইত্যাদি হল verb
- Adverb বিশেষ্য পদ
যেসব word এর ধরা verb এর দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় থাকে Adverb বলা হয় ।
যেমন - slowly,fast,bravely
He walks slowly - সে ধীরে ধীরে হাঁটে
Preprosition
কিছু ওয়ার্ড আছে সেগুলি সেন্টেন্স এর মধ্যস্থিত বা nounএর আগে বসে সেন্টেন্স টি সঙ্গে ওই নাউন বা প্রনাউন এর সম্পর্ক বা সম্বন্ধ কি তা নির্দেশ করে। ওইসব ওয়ার্ড কে বলে প্রিপজিশন।
যেমন -
There are two brids on the tree - গাছের উপর দুটি পাখি বসে আছে।
Arun babu is at home now - অরুণ বাবু এখন বাড়িতে আছেন ।
Conjection সংযোগ সূচক অব্যয় পদ
সেন্টেন্স এ কিছু ওয়ার্ড তাকে সেগুলি একাধিক হোয়াট কে যুক্ত করে আবার একাধিক সেন্টেন্স কেউ তারা যুক্ত করে এ ধরনের ওয়ার্ড ওয়ার্ড গুলিকে conjunction বলে
যেমন
Ram and sam are two sister - রাম ও সাম দুই ভাই ।
আরো কিছু উদাহরণ যেমন
But and এগুলি
Interjection
আমরা কথা বলার সময় নানা রকম মনোভাব প্রকাশ করে। হাসা কাদা আনন্দ বা দুঃখ প্রকাশ করি ইংরেজিতে মনের এইসব শব্দ কে ব্যবহার করা নাম হল ইন্টার্যেকশন ।
১ oh!our cat has died !-
আহ আমাদের বিড়ালটা মারা গেছে !
২ fie ! You are a thief ! - ছি: তুমি চোর !
সব বন্ধুরা এই পর্যন্ত ছিল আমার আজকের পাঠ যে পার্টি স্পেস কাকে বলে। ওরা যদি ভালো করে এর ব্যবহার সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে আমরা অল্প সময়ের মধ্যে ইংরেজি শিখতে পারবো পরবর্তী ভিডিও পরবর্তীতে আমি আবার চলে আসবো আপনাদের সাথে।
Comments
Post a Comment