More About Part of Speech বাক্যের অংশ বা পদ বিষয়ে আরো কথা

More About Part of Speech (বাক্যের অংশ বা পদ বিষয়ে আরো কথা)

Part of speech কাকে বলে এবং তা কত রকমের সে বিষয়ে পূর্বেই আলোচনা করা হয়েছে।

এখন প্রতিটি পার্ট অফ স্পিচ সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

         1.    Noun ( বিশেষ্য পদ )
Noun কে প্রধানত  5 টি শ্রেণীতে ভাগ করা হয় । যথা
  • Proper Noun বা সংখ্যা বাচক বিশেষ্য পদ।
  • Common Noun বা জাতিবাচক বিশেষ্য পদ ।
  • ,Material Noun বা বস্তুবাচক বিশেষ্য পদ।
  • Collective Noun বা সমষ্টিবাচক বিশেষ্য পদ ।
Abstract Noun বা দোষ গুণবাচক বিশেষ্য পদ ।

     Proper Noun 

যেসব Noun দিয়ে ব্যক্তি বস্তু স্থান কাল প্রভৃতি নাম বুঝায় , সেই সব Noun কে proper Noun বলেে ।
Proper Noun কে বাংলায় নামবাচক বিশেষ্য পদ বলে ।
যেমন :-
1 Malay is a good boy মলায় ভালো ছেলেে
এখানে Malay একটি ছেলের নাম ।
2 Tanima can sing well -তনিমা ভালো গাইতে পারে
Tabima একটি বালিকার নাম ।
3 Kolkata is the capital of west Bengal -  কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী,। এখানে Kolkata ও West Bengal দুটি স্থানের নাম ।

মনে রাখতে হবে  :- ব্যক্তি স্থান ঋতু বার মাস সপ্তাহ পূর্ব রোগ নদী পর্বত প্রভৃতি নাম বুঝলে তা Proper Noun .

  Common Noun 

যখন কোন নাম দ্বারা একই শ্রেনীর বা বস্তুূকে একসঙ্গে বুঝায় তাকে বলে Common Noun  বা জাতিবাচক বিশেষ্য পদ ।

  •  যেমন :- 
  •  The cow lives on grass - গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে ।( সব করি কাজ খেয়ে জীবন ধারণ করে । এখানে The cow বলতে গরু জাতি কে বুঝানো হয়েছে )

  • The dog is a faithful animal -  কুকুর প্রভুভক্ত প্রাণী । ( সব কুকুর প্রভুভক্ত । এখানে The dog বলতে কুকুর জাতিকে বুঝানো হয়েছে )
The tiger is a ferocious beast - বাঘ হিংস্র পশু। সব বাঘ হিংস্র  ।( এখানে বলতে বাদ জাতিকে বুঝানো হয়েছে )


Man is mortal - মানুষ মরণশীল । সব মানুষ হয় মরণশীল । (এখানে  মানুষ জাতি কে বুঝানো হয়েছে )

মনে রাখতে হবে :- গরু ঘোড়া কুকুর বিড়াল বাঘ সিংহ বই কলম মানুষ প্রভৃতি শ্রেণি বা জাতির নাম বুঝলি তা Common Noun .
   

  • Material Noun 
  • যেসব নাউন দ্বারা কোন এক শ্রেণীর বস্তুকে সমস্তটাকে একসঙ্গে বুঝায় সেই সব নাউন কে মেটারিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য পদ বলে ।
 যেমন:-

Gold is a precious thing - সোনা মূল্যবান দ্রব্য ।যেখানে যত  Gold আছে  সমস্ত কে  বুঝাচ্ছে ।
  • Silver is White and bright - রুপা সাদা উজ্জ্বল । এখানে সমস্ত ( Gold ) রুপা কে বুঝানো হয়েছে ।
  • Rice us our main food. ভাত আমাদের প্রধান খাদ্য । সমস্ত Rice কে  বুঝানো হয়েছে ।
মনে রাখতে হবে :-Gold,silver,water,milk,rice,wheat,প্রবৃত্তি বস্তুর সমস্ত টা কে একসঙ্গে বোঝালে তা Material noun .

      Abstract Noun 
যেসব Noun দিয়ে দোষ গুণ অবস্থা প্রবৃত্তি নাম বোঝানো হয় সেইসব নাউন কে Abstract noun বা দোষ -গুণবাচক বিশেষ্য পদ বলে। 
 যেমন :-

  • I support the boy for his braveness. বালকটির সাহসিকতার জন্য আমি তাকে সমর্থন করে । এখানে braveness বা  সাহসিকতা একটি গুণের নাম ।
  • Are you suffering from coldness ? তুমি কি ঠান্ডায় বোকছো । এখানে Boldness বা ঠান্ডা একটি অবস্থার নাম ।
মনে রাখতে হবে:-  কোন নাউন দ্বারা দোষ কোন অবস্থা প্রকৃতির নাম প্রকাশ পায় থাকে Abstract noun .

সো বন্ধুরা যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন ।

Comments

জয়লুল

NOUN IN APPOSITION পরিচয় প্রকাশক বিশেষ্য পদ

GERUND AND VERBAL NOUN জিলান্ড অফ ভার্বাল নাউন

PART OF SPEECH (বাক্যাংশের অংশ)

Gender লিঙ্গ

PERSON পুরুষ