NOUN IN APPOSITION পরিচয় প্রকাশক বিশেষ্য পদ

NOUN IN APPOSITION পরিচয় প্রকাশক বিশেষ্য পদ



Sentence এ অনেক সময় Noun in  Apposition- র
ব্যবহার হয়ে থাকে । যকন কোন Noun অন্য একটি Noun এর পরে বসে প্রথম Noun টির পরিচয় প্রকাশ করে তখন ওই পরিচয় প্রকাশ ( অর্থাৎ শেষের ) Noun  টিকে Noun in Apposition বলা হয় ।
যেমন :-
  • Calcutta , the capital of West Bengal,is a big city .- কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী, একটি বড় শহর ।
  •  The Ganges, the holy river, is blowing through West Bengal .- গঙ্গা ,পবিত্র নদী, পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বয়ে চলছে।
  • Rajib Gandhi, the prime minister of india, is no more. রাজীব গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী, আর নেই ।
  • Rabindranath, the founder of shanthi Niketan, win the Nobel prize.- রবীন্দ্রনাথ , শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা,  নোবেল প্রাইজ পেয়েছিল ।
  • MD jaynul, one of the famous publishers, will come here today .- এমডি জয়নাল, নতুন বিখ্যাত প্রকাশক, আজ এখানে আসবেন ।
মনে রাখতে হবে :- Noun in Apposition এর আগে একটি ও পরে একটি কমা (,) বসাতে হয় ।
Noun in Apposition এর প্রথমে the বসতেও, পারে  নাও বসতে পারে ।


প্রথম Sentence এ Calcutta হলো Noun এবং
Noun in apposition হলো thepital of west
Bengal . অনুরূপভাবে দ্বিতীয়, sentence 

Comments

জয়লুল

GERUND AND VERBAL NOUN জিলান্ড অফ ভার্বাল নাউন

PART OF SPEECH (বাক্যাংশের অংশ)

Gender লিঙ্গ

More About Part of Speech বাক্যের অংশ বা পদ বিষয়ে আরো কথা

PERSON পুরুষ