NOUN IN APPOSITION পরিচয় প্রকাশক বিশেষ্য পদ
NOUN IN APPOSITION পরিচয় প্রকাশক বিশেষ্য পদ S entence এ অনেক সময় Noun in Apposition- র ব্যবহার হয়ে থাকে । যকন কোন Noun অন্য একটি Noun এর পরে বসে প্রথম Noun টির পরিচয় প্রকাশ করে তখন ওই পরিচয় প্রকাশ ( অর্থাৎ শেষের ) Noun টিকে Noun in Apposition বলা হয় । যেমন :- Calcutta , the capital of West Bengal,is a big city .- কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী, একটি বড় শহর । The Ganges, the holy river, is blowing through West Bengal .- গঙ্গা ,পবিত্র নদী, পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বয়ে চলছে। Rajib Gandhi, the prime minister of india, is no more. রাজীব গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী, আর নেই । Rabindranath, the founder of shanthi Niketan, win the Nobel prize.- রবীন্দ্রনাথ , শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা, নোবেল প্রাইজ পেয়েছিল । MD jaynul, one of the famous publishers, will come here today .- এমডি জয়নাল, নতুন বিখ্যাত প্রকাশক, আজ এখানে আসবেন । মনে রাখতে হবে :- Noun in Apposition এর আগে একটি ও পরে একটি কমা (,) বসাতে হয় । Noun in Apposition এর প্রথমে the বসতেও, পারে...
Comments
Post a Comment